শুশ্রূষা
অনেক তো পথ হেঁটে এলে
এবার
বৃক্ষের কাছে কিছু নত হও-
কপালের ক্লান্তিছাপ মুছে নিয়ে স্নিগ্ধ হাওয়ায়
সবুজ গালিচায় রাখো ক্লিষ্ট শরীর
অনেক তো পেরিয়ে এলে
আজন্ম স্মৃতির সরণী-
পান্থশালা... সুরম্য উদ্যান
জ্যোৎস্না বিছানো পথে নবান্নের ঘ্রাণ...
ফেলে এলে গোপন ইশারা-
পেলব উষ্ণতা খচিত রমণীয় যাপন
কষ্টার্জিত সুখের আদলে যাবতীয় বিষয় আশয়
এবার বৃক্ষের কাছে কিছু নত হও
বিচ্ছুরিত আলোর বিভায় সমাগত ঊষা-
বৃক্ষের চেয়েও কেউ আছে নাকি
দিতে পারে অপার শুশ্রূষা!
শুভাশিস সিংহরায়
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
বৃক্ষের চেয়েও কেউ নেই আর দিতে পারে অপার শুশ্রূষা ! তাই নত হই ললাট মৃত্তিকা স্পর্শ করে l অপূর্ব !!
উত্তরমুছুন