সম্মতি
অন্ধকূপের দেওয়ালে নখের আঁচড়
কেটে কেটে স্বাধীনতার রাস্তা এঁকেছে ওরা ।
কে বলেছে বাইরের আলো – বাতাস
সহ্য হবে না ওদের - কাদের পরম্পরা ?
পাশ কাটিয়ে লাশ তোলে রব
এখান থেকে কয়েক মাইলের পরে ,
ধরার আগেই সব পুড়িয়ে শেষ
কে বাঁচাবে - কাকে মারার পরে ?
হাত ছুঁড়ে দেয় পা ছোঁড়ান বাকি
ভাঙ্গছে যখন ভাঙ্গুক অনুভূতি ,
হোঁচট খেয়ে সব আয়োজন শেষে
জানাক্ এসে কার কি সম্মতি ।
সুপম রায়
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন