রাহুল ঘোষ

 রাহুল ঘোষ

জলকথা 

আশার গর্ভগৃহে যখন শুষে নিলে এই ঠোঁটের যাবতীয় পোড়া দাগ,
প্রাচীন সভ্যতা তখন আলোর ছন্দে জ্বলে উঠছিল তোমার ঠোঁটে।
যে-আমি বিপন্ন নাবিক ছিলাম এতদিন ঝোড়ো হাওয়ায়
একান্ত নদীটিকে পেয়ে, কে জানে কত জন্ম পরে
দক্ষ ডুবুরির পুরোনো ছন্দে খুঁজে নিই তোমার নিজস্ব বন্দর!
এখানে মাটির ঘ্রাণ আর জলের স্বাদ চিরচেনা আমার,
কে জানে কোন দুর্বিপাকে ছিটকে গেছিলাম ভাঙা মাস্তুলে
ডুবে যেতে যেতে অচেনা জলরাশির ভয়াল গ্রাসে
তবুও তো দ্যাখো চিনে নিতে পেরেছি তোমার অথই
খুঁজে নিতে পেরেছি অনন্ত জল, জলকথা লিখতে লিখতে!





রাহুল ঘোষ  রাহুল ঘোষ Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.