নিল হাসান




কতটা তুমি আর আমি

কতটা কাদিয়েছি তোমাকে
আর তুমি আমাকে
হিসেব কষেই বল
কে বেশি ভালোবাসে কাকে।

কতোটা পুড়েছো তুমি
আর পুড়ছি আমি
বল কতোটা পুড়লে
প্রেম হবে দামি।

কতটা মনে রেখেছো
দেহে চিহ্ন এঁকেছো
সত্যি করে বলো
একটিবারও কি ভালোবেসেছো।

রংধনুর রঙে এঁকেছো
মেঘের ছোঁয়ায় মুছেছো
তারা গুনেও কি বুঝলে না
কী তুমি হেলায় হারিয়েছো।

ভালোবাসার চাষবাস

আমাকে ভালো নাই বা বাসো
ভালোবাসতে দিও
এই ভালোবাসাটুকু নিও ।

আমার কাছে নাই বা থাকো
হৃদয়ের কাছে থেকো
নিজেকে যত্ন করে রেখো ।

দীর্ঘ চুম্বন নাইবা হোক
হোক একটু আলিঙ্গন
স্মৃতিতে রেখো অনুক্ষণ ।

সারাটা জীবন আমার নাইবা হও
হও একটা দিন
নাহয় থাকুক ঋণ ।

খুব নিশিতে বুকেতে না রাখো
সুখ ছড়িয়ে দিলাম
দু:খ কর নিলাম ।

একসাথে নাইবা হলো দিনমান
মনেতে তোমার সহবাস
কর ভালোবাসার চাষবাস ।

প্রিয় মুখ

সেই প্রিয় মুখ
মেঘ কালো আকাশ ।
পুরোনো নষ্ট সুখ
বিষাদ ভারি বাতাস ।

উড়ছে নীল শাড়ি
প্রতারক যতো আশ্বাস ।
স্বপ্ন নিলো আড়ি
পুড়ছে যতো বিশ্বাস ।

সম্মুখে দ্বার খোলা
উঠোনে বিষন্ন বাতাস ।
ভেতরে স্মৃতির মেলা
অপেক্ষায় জমেছে হতাশ ।

ঝরে পড়ে বৃষ্টি
ভাসে প্রিয় অভিলাষ।
ঝাপসা প্রিয় দৃষ্টি
থাকে মেঘলা আকাশ ।




নিল হাসান নিল হাসান Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.