উঠান
তোমার একটা উঠান আছে
তোমার কিছু বাতাসও আছে সান্ধ্য গন্ধরাজের কাছে ধরা,
এদেশে উঠান নেই, নেই কোনো বকুল বেলার সুর উৎসব,
কিংবা কোনো এক বেলার বৃষ্টি ভেজা মেঘ আকাশের
মান অভিমানের কোলাহল বেলা।
এদেশে উঠান নেই, ঠিক ওদেশের মতো…
এদেশে বিচ্ছেদ আছে, আছে বিবাদ যন্তণা,
এদেশ তাই মেঘহীন মল্লার সুরে নিভৃতে সাজায় শুষ্ক জলতরঙ্গের স্রোতহীন বৃষ্টিমাদল!
ওদেশ তাই বড়ই অচল
হয়ত বা নাম তার অতীত,
এদেশ, তাই সচল---বর্তমান ছুঁয়ে ভবিষৎ।
নিঃস্পন্দন
এ কেমন অলঙ্কার সাজাও তোমার কণ্ঠে
এ কেমন অনুরাগের গল্পগান ,
চোখ খুলে যায় দেখা শুধু ... স্পর্শ ধারায় স্পর্শিত নয়তো সে !
বরং জ্বলো , আগুন হয়ে জ্বলে ওঠো আবার
ছাই হও , ভস্ম ছুঁয়ে জন্ম নিক নতুন শিশু গাছ ,
নামুক আবার বৃষ্টিপথ …
এ কেমন অঙ্গসাজ তোমার
মুক্তে ঢাকো শরীর
অথচ ঝিনুক বেলার ঢেউ চেনো না ।
নীপবীথি ভৌমিক
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন