মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ



নতুন ভোর

হঠাৎ চোখের কোণ
ডাকল আলোর বাণ
একলা ছাদের ঘর
উঠল দারু ণঝড়

স্বপ্নে সবুজ শার্ট
ভিতরে ভাঙছে ঘর
আমার বাসনা জল
কপালে পড়ছে ছাপ

কাঁপছি ভীষণ জ্বর
বাড়ছে স্বপ্ন ঘোর
মনের শরত রঙ
দুহাতে শিউলি তোর

ভিতরে নদীর স্রোত
ভাঙছে আগল তোর
বাইরে ভীষ ণঝড়
নামবে বৃষ্টি ভোর

বাতাসে ধূনোর রঙ
আকাশে পূজোর সাজ
কাঁপছি ভীষ ণজ্বর
আসছে নতুন ভোর




মন্দিরা ঘোষ মন্দিরা ঘোষ Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.