"সময়ের ছড়া "
তেলচিটে হাসিওলা অভিনেতা
সময়মতন দল পাল্টানো নেতা
ওরে বাবাজী বল হরি হরিবল
ব্যাওসা ও ধান্দাবাজির চল ,
ভোল পাল্টানো লোকের মাস্তানি
সহ্য করে বাঁচার কষ্ট জানি ।
দেশজুড়ে জঙ্গী সন্ত্রাস
চারিদিকে আতঙ্কের ফাঁস
রক্তের হোলি খেলছে যারা
ছাড় পাবেনা কখন তারা ,
তাদের জানাই ধিক্ ধিক্ ধিক্
কবি আমি , স্বাধীন ও নির্ভীক ।
টকের জ্বালায় পালিয়ে এলাম
কাজের বদলে মিথ্যা পেলাম ,
ও দেখাতো কাঁচা কলা
এ ধরছে চেপে গলা ,
ও দেখাতো নকল দায়
আর এ খালি গিলতে চায় ।
কৌশিক গাঙ্গুলি
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন