ইন্দ্রানী সরকার

ইন্দ্রানী সরকার

আত্মতুষ্টি 

কুড়িয়ে পাওয়া কষ্টগুলো এত বেশি হত না
যদি না কিছু মানুষ নিরলস ভাবে অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে যেত

দিত বা এখনো কেউ কেউ দেয়
কবিতা লেখার বাসনায়,
কোনো একজনকে অবমাননায় আত্মপ্রসাদ লাভে
তারাই জানে ঠিকই বলে কি লাভ ?
মানুষের কষ্টে তারা আনন্দ পেয়েছে বলে কি লাভ ?

নয়ত: দুটো তুষের কাঠি কত আর আগুন লাগাতে পারে?

যে হাত বছরের পর বছর আঘাতে চন্দন প্রলেপ দিয়ে গেছে
সে নেই ......
কিছু ছোট ছোট হাত সে কাজ করে যায় এসে এসে

এমন কোনো অজুহাত নেই যে সেই কাজ আর কেউ পারে না ?
এটা তাদের নিজেদের বিবেচনার বিষয়

আমার কোনো প্রত্যাশা নেই
ফিরে আসার মানে আবার রসিকতার খোরাক
কবিতা লেখার খোরাক
স্বভাব যায় না ম'লে .... কথাটা তো ঠিক !

নিজেদের দোষগুলি হজম করে দুটো কাঠিকে দোষ দিয়ে কি লাভ ?
তোমায় তো কেউ মানা করেনি ভালবাসার প্রলেপ দিতে
কিন্তু তুমি কি দিয়েছ?

বাঁশ দেওয়া কবিতা, মিথ্যে গুজব...
নাও এবার আত্মতুষ্টি কর
জীবনে এমন একটি মহৎ কাজ বহু বছর ধরে
নিরলস প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ।




ইন্দ্রানী সরকার ইন্দ্রানী সরকার Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.