দীপঙ্কর বেরা

 দীপঙ্কর বেরা

পথে পথে 

সহজ বোঝানো সহজ
মনে যদি কঠিনের ডালপালা
গজিয়ে না ওঠে
ভালো চাওয়া ভালো
ফন্দি এঁটে অন্যের মন্দ করা
যদি ফসল না ফলে

জীবনের খুশি জীবন
বাড়ানো হাতে যদি
কিছু প্রাণের সহায় অস্তিত্ব থাকে
পথে পথে কিছু এমনই পথ থাকে




দীপঙ্কর বেরা  দীপঙ্কর বেরা Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.