এখনও বৃষ্টি হলে
এখনও বৃষ্টি হলে শুনি বিসমিল্লা-সানাই
এখনও বৃষ্টি হলে আনমনে জানলার পর্দা হয়ে দাঁড়াই,
এখনও বৃষ্টি হলে খুলে বসি চোখ
লুণ্ঠিত হই অমর সব কবিদের লেখা কবিতায়
বৃষ্টির শব্দ শুনতে শুনতে-
শব্দের বাঁধ বেঁধে তুলি
আবার ভেঙ্গে চুরমার করি ভালোবাসা
সর্বনাশ চোখে-মুখে মেখে তোমার সাথে করি সহবাস।
এখনও বৃষ্টি হলে তোমায় দিতে চাই
এই সব প্রাতিষ্ঠানিক সুখ,
যক্ষের মত ধরে নিতে চাই বৃষ্টির প্রতিটি ফোঁটা
তোমার উষ্ণ-প্রস্রবনে ডুবে যাই
ডুবুরির মত তোমার পাতালে খুঁজে ফিরি-
অভিমানী নীলাভ প্রবাল।
এখনও বৃষ্টি হলে নিজ হাতে জ্বালিয়ে দিই
এই অসীম শূন্যতার চিতা,
রতিচিহ্ন মুখে মেখে তুমিও দাঁড়াও এসে রাস্তায়
মুহুর্মুহু বৃষ্টিপাতে ভিজে সারা হও
আবারও শুদ্ধ হও...
এখনও বৃষ্টি হলে নিজের হাতে নিজের চিতা জ্বালিয়ে দিই,
বৈরাগ্য চেতনায় ডুবে তোমার খঞ্জনী চেয়ে নিই।
দেবাশীষ জানা
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন