অভ্যুত্থান
রাস্তায় দাঁড়িয়ে যত বার বলেছ
“আমি বিশ্বাস করি না”
আসলে, তত বার তুমি
উপস্থিত জনগণের ঘাড়ে
তোমার বিশ্বাসকে চাপিয়ে দিয়েছ
তোমার অকাট্য যুক্তি, প্রতিযুক্তি
আজ আর কেউ বিচার করে না
এখন মানুষ তোমার বিশ্বাসের
সহমর্মী হয়ে আশ্বস্ত হতে চাইছে
তারা তোমার কথায় শুদ্ধতা পায়
ওদের কাছে, তোমার মুখের কথা
দেওয়ালের সাদা রঙের ওপর
লাল কালিতে লেখা স্লোগান
প্রতিটা অক্ষরের নীচে
অদৃশ্য রক্তবিন্দু কল্পনা করে
নিজেকে সামিল করে নিতে চায়
ওই অমোঘ বাণীর সাথে
প্রতিষ্ঠানের বিরোধিতায় নেমে
তোমার করা এসব কাজ থেকে
ধীরে ধীরে জন্ম নিচ্ছে
আর এক নতুন প্রতিষ্ঠান
অরূপম মাইতি
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

সত্যিই আদর্শবাদ একটি মিথ ! শেষ পর্যন্ত সবই প্রতিষ্ঠানে পরিণত হয় l অদ্ভুত লাগল !
উত্তরমুছুন