এক'শ চব্বিশ জন কবি যারা প্রত্যেকেরই ডুয়ার্সে বসেই কবিতা চর্চা করেন তাদের কবিতা নিয়ে 'ডুয়ার্সের হাজার কবিতা ২০১৬' সংকলনটি প্রকাশ পেল গত ৭ই আগষ্ট, রবিবার জলপাইগুড়ি'র মুক্তাভবনের দোতালায় এখন ডুয়ার্স'এর 'আড্ডাঘরে। সম্পাদক কবি অমিত কুমার দে এবং প্রকাশক 'এখন ডুয়ার্সের' পক্ষে প্রদোষ রঞ্জন সাহা, বিধায়ক সুখবিলাশ শর্মা'র হাত দিয়ে সংকলনের মোড়ক খোলার সঙ্গে সঙ্গে উপস্থিত সাহিত্যপ্রেমী'দের মধ্যে বইটিকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
মাননীয় বিধায়ক এই সংকলনের যে ভূয়সী প্রশংসা করেন তাতে সকলেই উজ্জীবিত হন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ‘এখন ডুয়ার্স’-এর ব্যুরো প্রধান শুভ্র চট্টোপাধ্যায়।"প্রায় চার হাজার কবিতার মধ্যে হাজার কবিতা বেছে নেওয়া মোটেই সহজ ছিল না। তবু এই ধরনের বিরাট মাপের কাজ করে ভালো লাগছে" জানালেন সম্পাদক নিজে। উপস্থিত কবি যাদের নিজেদের কবিতা এই সংকলনে স্থান পেয়েছে তাদের কবিতা পাঠ অনুষ্ঠানটিকে এক আলাদা মাত্রা এনে দেয় নিঃসন্দেহে। অমিত কুমার দে'র পাশাপাশি তরুণ কবি রঙ্গন রায় ও সুপ্রিয় চন্দ'র সঞ্চালনায় প্রকাশ অনুষ্ঠানটি সবসময়ই গতিশীল ছিল। সংকলনটির প্রচ্ছদ করেন পরমেশ দাস (পিন্টু)।
তথ্য - শাঁওলি দে
ডুয়ার্সের হাজার কবিতা'২০১৬ প্রকাশ
Reviewed by Pd
on
আগস্ট ১৯, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৯, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন