স্বাধীনতা
স্বাধীনতা
তুমি আজো বড় প্রিয়
চিরদিনের ভালোবাসা।
মধ্যরাতে তুমি এসেছিলে
শিশুর মুখে তখন মায়ের দুধ
স্বাধীনতা তুমি নবীন
মনে পরে যায় সেসব পুরোনো মুখ।
যারা ফিরে নাই
রক্তের বলিদানে দিয়েছে তোমার রূপ
শতকোটি প্রনামে
আরো একবার যদি দেখা হয়ে যায়
স্বাধীনতা
তুলে নেবো কাঁটার মুকুট।
সোমনাথ গুহ
Reviewed by Pd
on
আগস্ট ১৮, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন