মৌনমুখর
মৌনতা আসুক তোমার ঠোঁটে
নীরবতা আসুক দুজনের মাঝে।
সবুজ নালি ঘাসে ঢেকে রাখ যৌবনের উচ্ছাস ধ্বনি
লেখ জীবনের বিধিলিপি লেখ আয়ু
সমুদ্র ঝঞ্ঝা এসে ভেঙে দিক সৈকতের ঝাউ
উড়িয়ে দিক বালুরাশি যেমন তোমার চোখের নীচে জেগে ওঠে আমার চোখের বালুচর
প্রবল স্রোতে ঘনীভূত হয় ঘূর্ণিঝড়
দুরন্ত ঘূর্ণিতে লেখা হয় বিধিলিপি
লেখ জীবনের বিধিলিপি লেখ আয়ু
মৌনতা আসুক তোমার ঠোঁটে
নীরবতা আসুক দুজনের মাঝে।
সিলভিয়া
Reviewed by Pd
on
আগস্ট ২০, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন