শীলা বিশ্বাস



শস্যঋণ

শস্যঋণ বাড়ন্ত ডালপালা ছড়ানো
তপ্ত মাটিতে বৃষ্টি অচানক
“শুধু তোমার বানী  নয় গো ...”
এসো পদচিহ্ন আঁকো শরীর ক্ষতে
বিষণ্ণতায় সুখ ছোঁয়া
পাপড়ি বিন্যাস শিক্ষা নিয়ে
স্পর্ধিত পেলব মাধুকরী দিনে
আসুক নেমে চন্ডিদাসী পদে
নিঃশব্দে এই বসন্ত শেষেও
আমাদের মধ্যেকার সামান্যতম ফাঁক
ঢেকে যাক বুজে যাক নৈঃশব্দের দ্যোতনায়
আবাদিত  শিল্প মুহূর্তে ।।

শীলা বিশ্বাস শীলা বিশ্বাস Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.