শর্মিষ্ঠা ঘোষ

sharmistha


আফসোস 

কাজ থেকে কাজে ঝাঁপ দিতে পারলে এত ডানদিক বাঁদিক থাকে না । তখন এক নাকবরাবর কলে ঝুলন্ত কর্মের জিলিপি প্যাচ তার সাথে সম্পৃক্ত স্বীকৃতি নামক রস জবজবে জিভেগজা । আপনি টের পাবেন না কিভাবে কিভাবে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন । আপনি খুব সরল এবং ন্যাকা সেজে থাকতে থাকতে টের পাবেন একটি ঘূর্ণিপাকের কেন্দ্রে বসে আছেন । চোখ বুজে ধ্যান করছেন না ঘুমচ্ছেন বুজে ওঠার আগেই পাইরেট শিপ আপনাকে আকাশে তুলে দিয়ে আবার লুফে নেবে । আপনি এনজয় করছেন ভয় । নিজের এবং অন্যের । প্রাণপণে গুছিয়ে থাকতে চাইছেন । না , পারবেন না , একদম পারবেন না । আপনাকে দেখে যে প্রতিবেশীর ঘুম উধাও হয়েছে আপনি তার জন্যও দুঃখ পাবেন । আপনি মূলত সদাচারী । ক্ষণিক পতনের ধারা বিবরণী লিখতে গিয়ে অজান্তেই আপনার জন্য একটি চুক চুক আফসোস লিখে ফেলবে কলম । আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক । যাবতীয় উত্থান পতনের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে আপনি স্বাধীন থাকেন । জীবনে এবং চেতনায় । চালিয়ে যান । নিজের কাছে নিজে ধরা খাবার আগ পর্যন্ত । তারপর অন্য আরেকটি অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করবেন না হয় । এটাই হয়ে আসছে । লজ্জার কিছু নেই । আফসোস , হিরোগিরির বাতিক আপনার এখনো যায় নি । এই অভ্যেসটির কাছে আপনি নিতান্তই পরাধীন রয়ে গেলেন । 






শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৬, ২০১৬ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.