মৌসুমী মিত্র

mousumi


বৃষ্টি শহর

টাপুর টুপুর
মেঘলা আকাশ
সকাল দুপুর ৷

জল থৈ থৈ
সুখের সাঁতার
শোল রুই কই ৷

ভুনা খিচুড়ি
ইলশে ভাজা
ডিমের ঝুরি ৷

নাকে তেল ঘুম
আপিস চুলোয়
দুপুর নিঝুম ৷

বস্তিবাসী
নির্ঘুম রাত
বন্যা ভাসি ৷

দুই গাল ভাত
স্বপ্ন সমান
অনাহার সাথ ৷৷



মৌসুমী মিত্র মৌসুমী মিত্র Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.