লিপিকা ঘোষ

lipika


বেলা শেষের গান

বেলা পড়ে এল, সোনা-রং ঢলে যায় পশ্চিমে। নদীটির তীরে গিয়ে বসো হে। পা-দুখানি ডুবিয়ে দিও। নিরাময়। অন্ধকারে একে একে তারা জেগে উঠবে আকাশ জুড়ে। নদীটির ঠিকানা তো তোমার জানা। হালহদিশ নকশা দেখে দেখে পৌঁছে যেও ঠিক। পা-দুখানি ডুবিয়ে রেখো হে। অন্ধকারেও।


তফাৎ
যে সুগন্ধি আমাকে ঘিরে রাখে সারাটা ক্ষণ ধুপের গন্ধ যেন,  সে সুগন্ধি তোমাকেও ঘিরে রাখে সারাটা ক্ষণ,  টের পাওনা এই যাতফাৎ। শেষ ইচ্ছে জানানোর মতো করে বলছি যে আলো আমরা জ্বালিয়েছি তাকে নিভে যেতে দিও না। এমন পয়মন্ত আলো!



লিপিকা ঘোষ লিপিকা ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.