অলভ্য ঘোষ

ghosh

প্রেম  অপ্রেমে

পৃথিবীতে একমাত্র ভালবাসা হিসেব কষে হয় না।
যা হিসেব কষে হয় তা লেনদেন।
বিশ্বাস দুটোতেই প্রয়োজন হয়।
লেনদেনে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয়না।
অমৃতের প্রেমিক-তো  নিজের হত্যা-করিকেও
ক্ষমা করে দেয়।
কপালের ঘাম মুছিয়ে দেয় খড়গ হাতে জল্লাদেরো।
কারণ প্রেমে কারও মৃত্যু হয়না।অপ্রেমে সবাই মৃত।





                                                                
অলভ্য ঘোষ  অলভ্য ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.