বৈশালী মল্লিক



ভাসানের আগে

ভাসানের আগে খুব আনন্দল্লাস
তারা খসার আগে তীব্র জ্বলে যাওয়া ।
ধীরে ধীরে মুহূর্তের শোক অন্য স্রোতে  বয়ে যায়
বয়ে যায় পাপ নামক পুণ্য গুলো ।
চলে যাবার আগে  দাগ কি করে রাখা যায়?
কি করে বোঝানো যায় অবুঝ অসুখ ?
কোন এক  বিসন্ন্য সন্ধ্যায় ফেলে যাব দু ফোঁটা  ভালবাসা মাখা চোখের জল
কেউ যেন দেখতে না পায়
তোমার মৃদু হাসি
তোমার ভাললাগা
তোমার  ব্যথা
কান্না
অভিমান
ভাসানের আগে খুব আনন্দল্লাস !

বৈশালী মল্লিক বৈশালী মল্লিক Reviewed by Pd on আগস্ট ১৭, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.