ফিরে আসছি দীর্ঘ পয়ত্রিশ বছরের অধ্যায়ের শেষে। হ্যাঁ সেই ডুবে যাওয়া ঠিকানার খোঁজে। যেখানে চিলেকোঠার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকবে ভাঙাচোরা সস্তা শৈশব। যৌবন মাঙ্গলিক হয়ে অপেক্ষা করবে তুলসীতলায় স্থবির সন্ধ্যার নীচে। হয়তো কতগুলো বসন্ত নির্জন হয়ে আসা স্মৃতির নীচে দাঁড়িয়ে থাকবে আজও শুধু আমি ফিরবো বলে।
বিকালের মেটে আলোয় আমাদের সেই পরাজিত বন্দর। জানি প্রতিশ্রুতির কোনো প্রতিধ্বনি হয় না তবুও ফিরে আসি হয়তো ভুলে যাওয়াটুকু দেখার লোভেই।
ফিরে যাওয়ার আলপথে ঘাস জন্মায় সহজেই আর সবুজের নীচেই শুয়ে থাকে আমার পয়ত্রিশ বছরের পড়ে ফেলা কবিতারা। '' আমাকে আবার একলা রেখে চলে যাবে নীলাঞ্জনা? '' সেই চেনা গলা।
কবিতারা খুব পুরনো হয়ে উঠলে তাতে আমাদের চেনা বসতবাড়ির গন্ধ পাওয়া যায়। সব কবিতা না পড়ে ফেলায় ভালো কেননা কবিতার লোভে আরও একবার হাসতে হাসতে জাতিস্মর জন্ম খুঁজে নেওয়া যায়।
বৈশাখী রায় চৌধুরী
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন