জানানো হয়ে থাকে যেমনটা
দাম কম হলে দোষ বাড়ে প্রচলিত মুদ্রার
যেমন ধর্ম থেকে উঠে গেছে প্রেম জেনে
জেব্রাগুলো অস্বীকার করে তাদের জিভের রংও লাল
মানতে চায় না কিছুতেই তাদেরও একজন আছে
মাথার ওপর যার কাজ কেশর এখন খালি ফুলে ফুলে ওঠে
ফুল থেকে ফুল হয়ে ওঠা জানিয়েই জেব্রাগুলোকে
চেনানো হয়েছে রং, তাদের সাদা থেকে কালোকে
বলা হয়েছে আলাদা করার কথা,
সাদার ওপরে কালো না কালোর ওপরে সাদা স্ট্রিপ দিয়ে
তারা ক্রোমোজম ছেড়ে এখানে ঘাস খাচ্ছে?
জানানো হয়েছে রং দু’প্রকার, শ্রেণী বিভাজনে তারা ঘোড়ার কথা
যতটা জানে খচ্চরের কথাও ততটাই
দাম কমে গেছে, সুতরাং দোষ বেড়েছে প্রচলিত মুদ্রার
ধর্ম থেকে জেব্রাগুলোও চিনতে পারে না
আর কিছুতেই জিভের রং, তাদেরকে এমনই জানানো হয়েছে
শুভ আঢ্য
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন