সাঈদা মিমি

saidamimi

গ্র্রহণের পূর্বকাল নেই

গ্রহণের পূর্বকাল নেই; সতর্ক আভাস--
দানবেরা মুণ্ডু নিয়ে খেলতে শিখেছে!
ভস্মমেঘ এ-গ্রহের শেষ আকাশ ঢেকে
দিলে তুমি আমি কোথায় যাবো ব্যাপারী!
ঋতুর বাহারী দিন দেখবো না?
দানবেরা ধর্মবাহাস করে, নরক কার
আর ললাটলিখনে স্বর্গ!
মূর্খ মানুষ আমি-
পাড়ে বসে মরে যাওয়া নদীটিকে দেখি ।



যখন একই শহরে ছিলাম 

দেখাসাক্ষাত খুব যে হতো এমন নয়-
খবর আসতো, তুমি এস্রাজে হাত পাকিয়েছো
আমি ভালো চা বানাতে শিখে গেছি!
তোমার অনেক ভক্ত, আমারও!!
দেখা হলে দক্ষিণের ঘাটে বসে উদাস মাঠের
দিকে তাকিয়ে ঘুড়িদের দেখতাম; ছিটকাপড়!
কেউ বাকাট্টা হলে কি আনন্দ যেনো
সেটা তুমি কিংবা আমি--
যেদিন তোমার বিছানায় নীল চাদর থাকতো
আমার গোলাপি, আমরা
একই শহরে নিঃশ্বাস নিতাম ।
তারপর সময়ের ভরা চৌবাচ্চায় একটা
গ্রাম্য শুকর এসে ঝাপিয়ে পড়লো!!
গল্পটা এ পর্যন্তই থাক, অনেকদিন বৃষ্টি হয়নি



থটের কলম

সময়ের লিপিকার হয়ে
বেঁচে আছি, মৃত্যু ও যুদ্ধের গন্ধ-
কোনদিন মসলিনের ঝালর দেয়া
বিছানায় ঘুমিয়ে এক মুণ্ডহীন
অজগরের স্বপ্ন দেখেছিলাম--
এখন ঘুমাতে ভয় লাগে...
ভয়, তোমাকে অতিক্রম করে
ছায়াপথের দিকে যেতে
চেয়েছি; ওখানে
প্রিয়জনদের নিজস্ব বাগান
শিবিকায় একটুকরো রঙধনু অবিকল
মানুষের মত প্রশ্ন করে, কে তুমি ছন্নছাড়া?
আমি? লিপিকার থটের কলম...



সাঈদা মিমি সাঈদা মিমি Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.