গোবিন্দ তালুকদার

gobinda

নৈঃশব্দ্য প্রার্থনা করি

আমাকে তোমরা একটু একা থাকতে দাও
কেউ বিরক্ত কোরো না, কোন জিজ্ঞেস নয়  কেন বলে যাচ্ছি একথা, বাক্যবাণে আজ

শান্তিতে একটু ঘুমোতে কি দেবেনা বলো বাদলরাতে বৃষ্টিনেশায় একটু কবিতা পড়ি
রাতের আকাশে বিদ্যূৎ চমকানো দেখে
নিজেকে শক্ত রাখি যুদ্ধকালীন রসদ নিয়ে

ভুল বুঝোনা ভুল করেও,  যা বলছি ঠিক
বিন্দুমাত্র মুখোশের আশ্রয় নেই নি, শুধু
একটু নিরিবিলি থাকতে দাও, প্রয়োজনে ঝরঝরে এক ক্লান্তিহীন দিনের আয়োজন।

নৈঃশব্দ্যের প্রার্থনা আজ তোমাদের কাছে
ইচ্ছেনদীতে বান আসুক, ফুল ফুটুক গাছে


গোবিন্দ তালুকদার গোবিন্দ তালুকদার Reviewed by Pd on জুলাই ২৮, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.