গল্প হারানোর গল্প
শতবর্ষীয় জটাজটধারী বটবৃক্ষটা আজ ভেঙ্গে পড়লো
এতটা কাল পর
কষ্টের শাসনে মুচড়ে যাওয়া শিরা-উপশিরাগুলো
আজ নিস্তেজ নিষ্প্রাণ হলো
অতীতবক্তা বৃক্ষটার বর্তমান থমকে দাঁড়ালো নিমেষেই
ঘোর অন্ধকার, দমকা হাওয়া, কালবোশেখী, রৌদ্র-বৃষ্টি
গল্প-গাথা, সৃষ্টি-বিনাশ
কত কিছুই না ছিল বৃক্ষটার কোলে
শুধু বসুমতী তাকে কোলে রাখলো না বলে
সবকিছুই তার কোল থেকে হারিয়ে গেল।
দিপংকর রায় ( প্রতীক )
Reviewed by Pd
on
জুলাই ২৮, ২০১৬
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন