অভিজিৎ পাল

avijit

একটি উৎসব দিনের অন্তে

এগিয়ে আসে দেবতার রথ
ক্রমশ আরও অগ্রগামী হই
দ্বার ভেদ করে দাঁড়াই দুয়ারে

পরিশ্রান্ত দেবতা তাকিয়ে দেখেন ফালি চাঁদ
গোটা চরাচর ঋদ্ধ হতে থাকে

রথের রশি স্পর্শ করি
শুদ্ধ হয়ে উঠি পরমপুরুষ দর্শনে
আনত হই
পুনশ্চ অবনত হই
বহুদূরে একা বসে
অন্তর্যামী হাসতে থাকেন

রথ নড়ে ওঠে
দেবতাও অগোচর হয়ে ওঠেন..




অভিজিৎ পাল অভিজিৎ পাল Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.