স্বর্গের ডাকমুদ্রিকা
শাশ্বতিক প্রেম ভাবনার সংঘারাম শামিয়ানা
রঞ্জনরশ্মি শতাক্ষীদৃষ্টির অন্তর্ভেদী সংবেদ
হৈমন্তিক ধানের মোহনিয়া সোনালী বরণ
সমিধ ছিল, ছিল না যজ্ঞের আয়োজন
অক্ষৌহিনী সেনা, আয়ুধ বলতে শুধু ওঁ শান্তি স্তোত্র
স্বর্গের ডাকমুদ্রিকায় পাওয়া পান্ডুলিপি
উড়ে যায় মৃদুমন্দ বাতাসে অনিকেত
সম্ভাষণ ছিল না তবুও কি স্পষ্ট অভিমুখ
উদারায় নেমে যায় স্বরসপ্তকে ওম
চন্ডাশোক থেকে ধর্মাশোক হয়ে ফেরে
সাম্যের বানী পৃথিবীর প্রান্তরে প্রান্তরে
এমন পৃথিবীর স্বপ্ন দেখি বারে বারে ।।
শীলা বিশ্বাস
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন