হরিৎ বন্দ্যোপাধ্যায়

Harit




বেঁচে থাকার জন্য

তোমরা আমাকে জোর করে চেপে ধরে
কানের কাছে যতই বলো ------
ছাগলের মাংস
মুরগির মাংস
শুয়োরের মাংস
গরুর মাংস
আমার অভিধানে এসবের কোনো মানে নেই
আমি শুধু বুঝি বেঁচে থাকার জন্য দরকার
দুটো সাদা ভাত
নিঃশ্বাস প্রশ্বাস
আর
মানুষ মানুষ আর মানুষ ।
তাই তোমরা বলে যাও ------
আমি ততক্ষণ মানুষের কাঁধে হাত রেখে
গরম ভাতের গন্ধ নিই ।


হরিৎ বন্দ্যোপাধ্যায় হরিৎ বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.