মুখোমুখি দাঁড়িয়ে আছে হাতছানি।
যেতে চাইলেও,
রাতজাগা কতগুলো চোখ ত্রিভুজে আটকেছে।
শেষের আদ্যপ্রান্ত তাদের জন্য ভঙ্গুর রহস্য সৃষ্টি করছে রোজ।
অথচ,না বাঁচার নামে কোন শিলালিপি নেই,
নেই মধ্যবর্তী আকাশও।
তিতাস বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating: 5
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন