আষাঢ়ে প্রেম
বোশেখের ঘুমোট ক্যানভাসে
আষাঢ়ে তুলির টানে লাস্যময়ী বর্ষা
হৃদয়ের গোপন ভাঁজে
পুঞ্জীভূত মেঘের কাজল সরিয়ে
সম্পর্কের মাঠে প্রেমের
তৃণ বপণ করে
শ্রাবণের আলতো রিনিঝিনি কেশে
চুঁইয়ে পড়া বকুলভেজা বৃষ্টি
দুঃস্বপ্নের খেলাঘরে আনে
শরৎ প্রদীপ
গ্রীষ্মের হলুদ স্মৃতির কবর খুঁড়ে
আষাঢ় আনে অমরত্বের বটবৃষ্টি
স্মৃতির মরসুমে প্রেমের বন্যায়
দুকূল উন্মুক্ত শরীরে
জাগে নব শিহরণ
শিউলি ভেজা কক্ষপথে
প্রেমের আলেকবর্ষে শ্রাবণের
রিনিঝিনি প্রেম বর্ষণ আনে
নব কমলাজ্যোতি
ঋতুচক্রের অন্তহীন পথে
প্রেমময়ী বর্ষা আনে
নতুন গ্রহের উৎপত্তি
ঋতুরঙ্গে আষাঢ় শ্রাবণে প্রেম আবির রাঙায় ঘন বর্ষার
মেঘ পুঞ্জে ভালোবাসার
নীলিমায় নীল আকাশে
পারমিতা চক্রবর্ত্তী
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন