মধুছন্দা মিত্র ঘোষ

madhuchanda

মেঘলা 

মেঘলা বিকেল এসে অকাতরে
বিলিয়ে দিল মনখারাপ

খসে পড়ছে সাবলীল বৃষ্টিসম্ভার
জলের খোলস ভাঙতে ভাঙতে
ডুব আমেজ
মাঠঘাট মাতিয়ে আনন্দ সাম্পান

পদ্ম পাতায় আগলে রাখি
এক ফোঁটা কাঙ্খিত জলবিন্দু








মধুছন্দা মিত্র ঘোষ  মধুছন্দা  মিত্র   ঘোষ Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.