হে প্রিয়তমা
হে প্রিয়তমা ভাল থেক ভাল থেক এই রাত জাগা সংসারে।
হে প্রিয়তমা ভাল থেকে নিভিত অন্ধকারে ।
হে প্রিয়তমা ভাল থেক ক্লান্তিতে উপোষে।
হে প্রিয়তমা আমি বেঁচে আছি কালপুরুষে ।
হে প্রিয়তমা আমি বেঁচে আছি কালপুরুষে ।
হে প্রিয়তমা আমাকে খুঁজ না সপ্তর্ষিমণ্ডলে।
হে প্রিয়তমা আর দেখতে চাইব না ।
হে প্রিয়তমা আর দেখতে চাইব না ।
চাইব না সংসর্গ।
অলভ্য ঘোষ
Reviewed by Pd
on
জুন ২৩, ২০১৬
Rating:
অপূর্ব শব্দের গাঁথনি
উত্তরমুছুনঅপূর্ব শব্দের গাঁথনি
উত্তরমুছুন