ফারহানা খানম

farhana

মনের কোনে বিষাদ ঘনায়

মনের কোনে বিষাদ ঘনায়
উড়ে যায় ঝড়া পাতা মেঘের ওপারে তুমি
..........গোধূলি মনেও দহন..
...টের পাও ?
পাঁচিলের ওপারে সর্পিল পথচলে গেছে
বহুদূর । হাওয়ারও বুঝি জেনে গেছে আকাঙ্খার
অতলে বিরহি নদী , সর্বনাশী ঝড় ।
রাতজাগা চোখে ক্লান্ত স্বপ্ন,নিরাশার বুদ্বুদ
অস্তিত্বে সংকট ঘনায়; নির্লিপ্ত তুমি।
নিশ্চুপ আমার চেতনার আকাশে রাতভর
ওড়ে বিবর্ণ ফানুস ।




ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.