দুটো কবিতা
১।
কত পথ পেরুলাম ঝুমকি
তবু মানুষ চেনা হলো না!
বারো প্যাচের নারী, চোখে জড়িচুমকির খেল্ দেখালো
অমলেশ সেই দেখে দেখে শেষে উন্মাদের খাতায় নাম লেখালো
পত্রিকার শেষ পাতায় ওকে নিয়ে কতো ফিচার হলো
তবুও অমলেশকে কেউ ভালোবাসলো না।
ঝুমকি পৃথীবির সবচে’ হিংস্র প্রাণী ‘মানুষ’
যার গায়ে বিপদের গন্ধ লেগে আছে;
ফাঁক পেলেই নষ্টামি করতে লেগে যায়
কেউ কেউ বলে সত্যিকারের ভালোবাসা নেই
বড় র্দূভাগা ওরা সত্যিকার শব্দটা চোখে দেখেনি, পাবে কোত্থেকে
২।
অনুপ্রভা বললো, সব কথা কি বলে দিতে হয়,
কিছু কথা বুঝে নিতে হয়
আমি বললাম-এটা কি বললেন জ্ঞানদায়িনী?
অনুপ্রভা কিছুক্ষণ থেমে থেকে আবার বললো-
আপনি কখনো প্রেম দেখেছেন?
দাড়িয়ে ছিলাম উত্তরডাঙ্গার দূর্বাঘাসের উপর,
নেমে এসে বললাম,
"প্রেম আমি দেখেছি আকাশের গায়
সাদা কালো মেঘ হয়ে পাহাড় চুমে যায়
প্রেম আমি দেখেছি সবুজ ধানের ক্ষেতে
পবনের তোড়ে সে দুলে যায় এক সাথে
প্রেম আমি দেখেছি গহীন জলের তলে
মৎস্যকুমারী যেথায় জলকেলি খেলে"।
এরপর অনুপ্রভা তাকিয়ে রইলো ফ্যাল ফ্যাল চোখে...
অরুদ্ধ সকাল
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুন ২০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন