আমার নজরুল
তোমার জন্য আমিও বীর
আমারও আজ উন্নত শির
সাম্যবাদের জয়গান গাই
আমরা এখনও মানুষভাই;
উৎপীড়িতের ক্রন্দন রোল
থামাতে আমি প্রভাতীবোল।
চিরশিশু আমি জগৎটাকে
ঘুরেছি যুগান্তর ঘুর্ণিপাকে;
ঝিঙেফুল আমি দারিদ্র্য সুখি
লিচুচোর আমি আজও খুকি।
শুকনো পাতার নূপুর নাচে
সর্বহারা গানে দিগন্ত সাজে
সৃষ্টি-সুখের উল্লাসে বুলবুল
আগুনের ফুলকি কাজীনজরুল ।।
দীপঙ্কর বেরা
Reviewed by Pd
on
মে ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মে ২৫, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন