আমাদের নজরুল
ভাগ হয়ে গেছে বাংলা,
ভাগ হয়ে গেছে সাম্রাজ্যবাদীর লোভে ।
ভাগ হয়ে গেছে আতিশয্য,
অন্ধকার পথে ।।
দারিদ্র,দুর্ভিক্ষ বাংলায় ,
সর্বহারা বাঙালির ব্যথা ।
রুদ্রবীণা,বিষের বাঁশির সুরে-
পেয়েছিল বেঁচে থাকার ভাষা ।।
যে হত্যালীলা ধর্মের নামে,
হিন্দু মুসলমান ।
রাজনীতির নামে কেড়ে নেওয়া-
বঞ্চিত মানুষের গান ।।
সেই মানুষের ভালোবাসার কান্ডারী,
বিভক্ত বাংলার এক নাম ।
বাঙালির মেলবন্ধন,
আমাদের নজরুল ইসলাম ।
পূর্ণেন্দু মিশ্র
Reviewed by Pd
on
মে ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
মে ২৫, ২০১৬
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন