দর্শনা বোস














সমূহ ইতিহাস


সিঁথির সীমানায়
রক্তদাগ ছুঁয়ে যাওয়া
অভ্যস্ত হাতের ভাষা
কখনো শীতে কুঁকড়ে ওঠে-
ভারসাম্য হারায় সাদাকালোর গর্ভে।

তবুও খুঁজে চলে বিরামহীন
স্রোতের গাঢ় রাগিণী।
শান্ত মোহনায় খোদিত হয়
বেমিশাল মহাকাব্য-
সাক্ষী থাকে সমূহ ইতিহাস।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ