তানিয়া তুন নূর

tania






সব ঘুম একা, মৃত্যু শেষে





একদিন অনেকদিনের মাঝে
কোথাও চলে যেও, সকাতরে
হারিয়ে যেও,
বহু একলা ওসব দিনের কাছে
আমি তোমাকে মনে করবো।

সজ্ঞানে তোমার ঐ প্রস্থান আমি চাইবো কোনো একদিন
তারপর তোমাকে টেনে নেবো
জীবন নিঃশ্বাসের প্রকট গহ্বরে, নিঃশব্দ মায়ার কাছে
বেঁচে থাকার একান্ত কারণের কাছে ঘিরে আনবো তোমায়—
তোমার প্রতিমূর্তি, ছায়া, বারণ,
ক্ষীণ অকারণ।

সব ঘুম একা
আমি তোমাকে মনে করবো, মৃত্যু শেষে।

খুব কষ্টে ছিন্ন-বিচ্ছিন্ন হবো
চির
শোকের সুগন্ধে
যেদিন জানবো, ভালোবাসো-
মুহূর্তের জন্য হলেও, ভালোবেসে যেতে আপন অশ্রুর নিভৃতিতে।
আমি তোমায় মনে করবো
মৃত্যু নিতে।
মনে করবো শেষ ঘুমে। স্পৃশ্য অনুভবতার আধার প্রস্থানের পর  
সব ঘুম একা,
অন্যলোকে

সব ঘুম একা যেখানে
সকাতরে, শোকের নিভৃতি নিয়ে
আমি তোমায় মনে করবো,
বেঁধে নেবো শেষ দৃষ্টিতে
তোমাকে মনে করবো, মৃত্যু শেষে।

আমি তোমাকে মনে করবো, মৃত্যু শেষে।

তানিয়া তুন নূর তানিয়া তুন নূর Reviewed by Pd on ডিসেম্বর ১৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.