অন্য এলাকায়
যেখানে রক্তে লাল মাটি ,
রোজ হ্যান্ডশেক আর অভিনন্দন
আদান প্রদান হয় বন্দুক-তলোয়ারে ,
যেখানে রোজ দানবীর আরতি হয় ,
গান হয় রক্তবোমার ,
সেখানে সংশয় হয় স্বাধীনতা নিয়ে ,
নিজস্বতা নিয়ে , আপনজন নিয়ে ।
বলো – সুখ আসলে কী ? শান্তি কী ?
বন্ধুত্ব কী ? পরিবার কী ?
আগুনওতো খোঁজে অক্সিজেন ,
পেতে চায় তার নিজস্ব তাঁবু ।
সেও ছোটে সেখানে , যেখানে তার সুখ ,
শান্তি আর অস্তিত্ব নির্ভর করে –
যেমনই করে একজন পরিযায়ী ।
কেটে রাখা আছে শেষ ট্রেনটার টিকিট ।
মৃত্তিকা , তুমি ডেকে পাঠালেই সবাই মিলে
পারি দেবো অন্য এলাকায় ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন