হৃদিকথা
আজ তেমন নয় দিনের ওষ্ঠ কথা
চার কাঠা মেঘ- অল্প দেওয়াল দিয়ে তৈরি
এই চিঠি গুচ্ছ কে উড়িয়ে দেওয়া যাক
পদ্মপুটে জলধারার মতো
অবাধ গমনশীল বেগুনি আকাশে
হৃদি - কথার প্রত্যাগমনের অপেক্ষা কেই
আমি 'পরিযায়ী বিদায়' বলি
অভিযোজন
আমার হৃদয় থেকে হৃদয়ে
ছড়িয়ে পড়ছো তুমি
তোমার চোখের পাতায় জমে থাকা
আপতকালীন সব শব্দগুচ্ছ ঘিরে ধরছে আমায়
আর আমি --
আল্পনা দিয়ে মুছিয়ে দিচ্ছি
তোমার শরীরের প্রতিটি উষ্ণ গন্ধ
ভুলতে চাইছি তোমার ছায়ামাখা অবয়ব
তোমার শরীর ছুঁয়ে উড়ে যাওয়া
টুকরো টুকরো অলংকার নিয়ে
মাউস ছুঁয়ে আমি
সৃষ্টির বিস্ময়মুগ্ধ ভোরের ছবি আঁকছি
পিয়ালী বসু
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন