সকাল আসেনি
অভাবী ঘরের ঢেঁকি চুপচাপ পড়ে আছে
ধান নেই
শুনশান মানুষেরা সারারাত আঁধারের ঘরে
নক্ষত্র খুঁটে খায়
নিঃস্ব ঘরে উড়ে আসে নক্ষত্রের ছাই
বিপ্লব চলে গেছে অনন্ত বিপ্লবের দিকে
ধান আসেনি , চাল আসেনি
নম্র বধূ ধুলোর ভাত রেঁধে
সমস্ত বেলা পার করে গেছে
গাছের পাতার শাকে বালির নুন মেখে
খেতে দিয়েছে তার স্বপ্নের সন্তানকে
অদূরে একটি কুকুর বসে আছে
অপেক্ষায় লেজ নেড়ে নেড়ে
কখন সকাল হবে মা ?
এদেশে একটিও সকাল নেই ?
ধাঁধা লাগছে
কারা এত হাততালি দেয় ?
কী ম্যাজিক ! কী ম্যাজিক !
উৎসব আসছে মশাল নিয়ে
হৈচৈ জল ফেলছে
আর আমরাও পড়ে যাচ্ছি জলে !
পালাবার রাস্তা নেই
ধাঁধা লাগছে চোখে
বিস্ময় চিহ্নগুলি উড়ছে পাখি হয়ে
হাততালি বেশ সুগন্ধী ছড়াচ্ছে চারিপাশে
ঘর ভুলে যাচ্ছি
আত্মীয়স্বজন ভুলে যাচ্ছি
ভুলে যাচ্ছি নিজেকে
বলতে পারছি না দুঃখ কোনো আলোকে ডেকে !
তৈমুর খান
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন