ক্ষমা করে দিও
সকালটা তবু কেটে যায়
অফিসের ভাত স্কুলের টিফিন, ঝাড়পোঁছ
কবিতার খাতা নিভাঁজ পড়ে থাকে টেবিলে
নতুন পেন কিনেছিলাম গতবছর
রিফিল বদল হয়নি এখনো।
আলো শেষ, কোনের দিকে ঘুরঘুট্টি অন্ধকার
জট পাকিয়ে যাওয়া কথাদের
প্লেটে নিয়ে কাঁটা ছাড়াতে ছাড়াতে
দুপুর গড়িয়ে বিকেল।
ভিড় বাড়ছে রাত জুড়ে
স্টার আনন্দ ল্যাপটপ থিসিস
নিয়মমাফিক আদর আদর খেলা,
মরে যাওয়া চাঁদের আলোয়
ছাইপাঁশ ঘেটে ঘেটে কবিতা খুঁজে মরি।
নতুন তিতকালো দিনে
আবার শব্দদের হারিয়ে যাওয়া
চলতি মরশুমে
মরচে ধরা কোনো ব্যাথার দুপুরে
অনন্ত পতন হলে ক্ষমা করে দিও।
তুমি নেই
তুমি ছিলে,
আজ নেই...।
কোনো কথা ছিল না থাকার-
দেখা হলে কথা হত, না হলে নয়
মুঠোফোনে মুখভাব বোঝা যেত না তাই
তেমন কোনো দেনাপাওনাও ছিল না,
কোথাও যাবার কথা ছিল না
তবুও চলেছি পথ কিছুকাল-
দেখা হলে দেখা হতো
না দেখায় ছিল না কোনো তাড়না
অনেকদিন পর দেখা হলে
বুকের মধ্যে পাহাড় গুড়গুড় করত না
তোমার কথা ভেবে ভেবে পথ ভুলে
বেপথ হতে হয় নি কোনোদিন,
নিজের ওপরই রাগ হয় মাঝে মাঝে
সত্যি এমন হলে তুমি কি করতে কি বলতে
জানা হল না তো!
তুমি ছিলে, আজ নেই
থাকার কোনো কথাও ছিল না।
শুক্লা মালাকার সাহা
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন