কাশীনাথ গুঁই

kashinath






মেঘলা।


যখনই আসি
বড্ড ভেজাও।
কেন বলতো!

যখন দূরে থাকি
খুবই কাছে থাকো।
তাই ভালবাসি।

যখনই হারাই
কাজের ভীড়ে -
ফিরেই মনকেমন।

যখন ব্যথা পাই
মনে পড়ে যায়,
তোমারই মুখ।

তবু মনে হয়
ভালোবাসায়
অযোগ্য আমি।

কেন বলতো!!!


কাশীনাথ গুঁই কাশীনাথ গুঁই Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.