মাটি
কতখানি দহন শেষে মাটির ভস্ম পড়ে থাকে?
পোড়া মাটি – মাটি পোড়া ছাই
ঢেকে দেয় ভোরের শিশির।
মাটির কান্না পোড়া ধোঁয়া ওড়ে সারা দিন রাত।
মাটির পাশে এসে শুই - ঘ্রাণ নিই দগ্ধ আত্মার।
মাটির বুক জুড়ে এঁকে দিই
ইচ্ছেসুখ ও স্থিরমূর্তরেখা।
মাটির বুক ধরে নিরন্তর চলি –
বেলে, এঁটেল ও দোআঁশ পেরিয়ে পলিপথ খুঁজি...
একটাও কবিতা লিখতে পারিনি কোনদিন...
শুধু আনাড়ি হাতের আঁকিবুকি
ভিতরের দুঃখগুলোকে টেনে বের করতে পারিনি
আনন্দগুলোকে ছড়িয়ে দিতে পারিনি
মৃত্যুকে ছুঁয়ে দেখতে পারিনি
ডুবন্ত সূর্যের আলো আর ঘ্রাণ মাখতে পারিনি
অন্ধকারে তোমার চোখ চিনতে পারিনি
ভোরের হাওয়ায় স্মৃতির ডাক না চারণগীতি?
তাওতো বুঝিনি...
সব বৃথা -
পণ্ডশ্রম!
অঞ্জন বর্মন
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৫, ২০১৫
Rating:

সুন্দর অনুভূতির প্রকাশ।
উত্তরমুছুন