প্রায় হাফ সেলিব্রিটি হয়ে গেছে সুপ্রতীম। এই সোসাল মিডিয়ায় বেশি দিন আসে নি। আজকাল তার বুদ্ধিদ্বীপ্ত পোস্ট গুলো শেয়ার করতেই পটাপট লাইক পড়ে যায়। না, পোস্ট গুলো পাব্লিক শেয়ার করে না, তবুও বন্ধু সংখ্যা এত বেড়ে গেছে... সবাই কে ভালো করে চেনেই না সুপ্রতীম।
পেশার বাইরে এটাই একমাত্র নেশা তার। অন্যদের পোস্ট বেশি দেখাই হয় না আর, হাজারের ওপর বন্ধু, কাকে ছেড়ে কার পোস্টে কমেন্ট করবে। সময়ের অভাবে কমেন্ট করতে ইচ্ছে হলেও লাইক করে দেয় বেশিরভাগ । খুব ভাল লাগলে কমেন্ট করেই নোটিফিকেশন অফ করে দেয়, যাতে আর কারুর কমেন্টের নোটিফিকেশন না আসে।
বেশ কয়েকমাস হয়ে গেল, যখন সেই ৩৭৭ ধারা নিয়ে গণ্ডগোল শুরু হল। আগে এসব নিয়ে বেশি ভাবে নি, কিন্ত ভাবিয়ে দিলেন এক চিত্রপরিচালক । তার কিছুদিন আগে চলে গেছেন উনি। কিন্ত কয়েক মাস আগে ওনার এক সাক্ষাৎকার দেখে সমকামিতা সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করেছিল সুপ্রতীম। আগে এগুলো নিয়ে হাসা হাসি করত, এখন মনে হয় বড় নির্বোধ ছিল।
সেবার একজন পরিচিত বন্ধু ৩৭৭ ধারা নিয়ে সুন্দর পোস্ট করেছিল। সেটা পড়তে গিয়ে দেখে এক কুৎসিত কমেন্ট তার নিচে। রাগে মাথাটা জ্বলে উঠলো। সমস্ত শানিত যুক্তি সাজিয়ে অপূর্ব এক উত্তর দিল তাতে। তার পরে যথারীতি নোটিফিকেশন অফ করে দিল পোস্টটার। জানে কিছু বোকা বোকা উত্তর আসবে, যার বেশিটাই যুক্তি তে পেরে না উঠে এক নির্লজ্জ আক্রমণ।
কাজে মন দিল সুপ্রতীম। কিছুক্ষণ পরে মনটা খচখচ করে উঠলো - সত্যি কি তার যুক্তি কেউ বুঝবে না।পোস্টটা খুলে দেখল আর এক বার । না সত্যিই বিশেষ কেউ বোঝে নি তার কথা। দু এক জন তাকে সমকামী বলে ভেবেছে। হঠাৎ চোখ পড়ে গেল - আরে, তার কমেন্টে কে যেন লাইক করেছে! অরুণিমা! প্রায় ২৫ বছর আগে শেষ দেখা। যেদিন সম্পর্কটাকে নস্যাৎ করে দিয়ে চলে গেছিল অরুণিমা। তাহলে কি সেদিন বুঝতে ভুল করেছিল সুপ্রতীম.... আজ এতদিন পরে সামান্য একটা কমেন্টে একটা মাত্র লাইক ভাবিয়ে তুলল তাকে।
চশমার কাঁচ টা ঝাপসা হয়ে গেছে। ভালো করে মুছে মোবাইল টা হাতে নিয়ে ফেসবুক খুলে ফেলল সুপ্রতীম - একটা নতুন প্লট মাথায় এসেছে, যা হয়ত কেউই লাইক করবে না, কেবল নিজের জন্য পোস্ট করবে সেটা। প্রথমবার....
![]() |
| পরিচিতি |
সুদীপ ভট্টাচার্য্য
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:


Jara omon sundor olonkoron korechhen, tader onek onek dhonyobad. Ekdom amar moner moto prochchhod, golper ae prochchhod. Bhalo thakben.
উত্তরমুছুন