মুহাম্মদ জাহাঙ্গীর

jahangir
















তোমাকে সাজাবো




জোছনার সাথে জোনাকির আলো ;চন্দন
মাখা গায়ে,
তুমি জ্যোতি  ছড়ায়ে , মায়া ভরায়ে ডাকবে আমায় কাছে।
সবুজের সাথে শিশির কণিকা ঝিলিক দেয়া ভোরে,
তোমাকে রাঙাবো ফাগুনের রঙে, গোলাপ, পলাশ , বকুল সাজে।
তারা ঝিলমিল রাতের আঁধারে কি যে সুর বাজে,
দেখা হয়না রুপ যে তোমার ঝলসে যাওয়া চোখে।
তুমিই হবে বাঁশের বাশরী রাঁধার ছদ্মনামে,
পরাণ জুড়াবো তোমাকে সাধিয়া
রাঁধার প্রেম যাবো যে ভুলিয়া -
তুমি নীলাকাশ হলে আমি সাদা মেঘই হবো,
তুমি যদি নদীহও  - আমি না হয় পালতোলা নৌকাই হলেম -




মুহাম্মদ জাহাঙ্গীর মুহাম্মদ জাহাঙ্গীর Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.