যাপন চিত্র
(এক)
জারুল গাছের নীচে বসে থাকি, দু’চারটি শালিখ
দেখি বিদ্যুতের তারে ইতিউতি কথা কয়, হয়ত
প্রেমের বা কলহের—আমি দেখি ও বুঝি নিঃসঙ্গতা
একাই বহন করার...
চোখ বুজলে অন্য ছবি, পাহাড়ের গা বেয়ে
গড়িয়ে নামছে রাশি রাশি কমলালেবুর ঢল,
হাত বাড়িয়ে ছুঁতে চাইলে তখনই সরে যাচ্ছে
কাঁটার আড়ালে—এ যন্ত্রণাও সহনীয় নয়
নিকষ রাত্রি থেকে ক্রমাগত বার্তাহীন থেকে যেতে হয়
(দুই)
মুড়ির ঠোঙার মতো যাবতীয় প্রেম প্রেম খেলা
ডুবে যায় চোখের আড়ালে মরা ঝিল-জলে--
ছেঁড়া ছবি, ভাঙা চাঁদ, অসমাপ্ত ভুলভাল গান
আবর্জনা হ’য়ে, নিশুত রাত্তিরে, কোথায় হারায়?
বাসন্তী পঞ্চমী, হলুদ পাপড়ি, অন্যমন শ্লোক
ধেয়ে যায় প্রাক্তন প্রেমিকের অকেজো ঠিকানায়...
তবুও পরের দিন দধিকর্মার আয়োজন হ’তে থাকে !
(তিন)
পরম বন্ধুর মতো শ্রান্তি আমার কাঁধে হাত রাখছে
পিঠ বেঁকে গিয়ে নুব্জ দেখাচ্ছ তাই । কেউ দেখি
চিনতেই পারছে না, ছুঁড়ে দিচ্ছে বরফ জল,
এই শীতে আবারও ভিজবো ? কেউ দেবে না তোয়ালে এগিয়ে !
দোতলা বাড়ির বারান্দায় চোখ গেলো, সেখানে
এক চন্দ্রমল্লিকা বুঝি আমার জন্যেই ফুটেছিলো...
প্রণব বসুরায়
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন