ড্রেসিং টেবিল
একটি পুরনো কুঁড়ি
পাতার আড়ালে ছিল
সে কথা জানতো না- এমনকী গাছও-
ভালো আছো ?
যেতে যেতে মুখোমুখি দেখা-
চেনা সে যদিও নয়- খুব চেনা চেনা ।
একটি নতুন ফুল
পুরনো কুঁড়িতে কেনা
আলো হয়ে উঠছে পর পর ।
সরে যাচ্ছে বন্যার জল
জেগে উঠছে নতুন বালির চরে
একখানা ঘর ।
ঘরের আঙুল-ছোঁয়া গাছ-
মুখোমুখি আমি আর
আয়নার কাঁচ ।
মৌমিতা দে
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

Apurbo moumi...
উত্তরমুছুন