হাসি খাতুন

hasi












পরিচয়



তোর নাম কি?
প্রশ্ন শুনে তার চোখে
দুপুরের থালাভরা ভাতের ছবি -- আর
কয়েকটি পিঁপড়ে,
জলের ছিটেয় বৈশাখী আলপনা,
গনগনে দুপুর
ছায়াহীন আকাশ -প্রহরী
দাওয়ায়, আঙিনায়
যেন গান্ধারী --
মেঘে মেঘে
বাঁধা বীণা।

নিরুত্তর নিস্তব্ধতা নিয়ে
এক শিশুমুখ --
ডিজিটাল কান্ট্রি, ডিজিটাল হিউম্যানিটির
প্রতিপক্ষ হয়ে
নির্বিকার দাঁড়ায়।



হাসি খাতুন হাসি খাতুন Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.