রিঙ্কু কর্মকার চৌধুরী


ওয়‌েটিং রুম


রেল লাইনে গোটা  একটা বিকেল শুয়‌ে !
ট্রেনের নীচের আলোছায়া  প্রকৃত‌ি
দূর‌ে  ক‌োথাও বসন্তব‌ৌরির ক‌োলাহল
 যার আধখানা আমার সাউন্ড ট্র্যাকে  সেভড্।
বাকি  সুরটুকু  প্লাটফর্মে  রাখা
চেয়ারের হাতলে মিশে
পেয়ারার ঝুড়ি, লেবু লজেন্সের
মোড়ক আর বিটনুন গন্ধে
তৃষিত জিভের আকুতি।
পাশে বসা পাগলের
কালচিটে ছবি
ফেলে আসা জীবনের
ভাইরাল ফ্রেম ।
ঝরে পড়েছে অনেক বিকেল
নরম হলুদ  মন
ট্রেনের নীচে।
আমি ও হারিয়েছি এমন বিকেল
কোন এক পাগলের জন্য
যাকে কোনদিন ভালবাসা হয়নি।



রিঙ্কু কর্মকার চৌধুরী রিঙ্কু কর্মকার চৌধুরী Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

1 টি মন্তব্য:

  1. অসাধারন একটি কবিতা... দারুন লেগেছে ... কবির নামটি বোধয় একটু ভুল হয়েছে ...

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.